সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Sunday, 22 December , 2024
আল্লাহর রসূলের (সা:) বানী

রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, “ যে আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল, আর যে আমার বিরোধীতা করল সে আল্লাহরই বিরোধীতা করল। আর যে আলীর আনুগত্য করেছে সে যেন আমারই আনুগত্য করেছে, আর যে তার বিরোধিতা করেছে সে আমারই বিরোধীতা করেছে।”

[ হাকিম নিশাবুরী তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১২১ পৃষ্ঠায় এবং যাহাবী তাঁর ‘তালখিসে মুসতাদরাক’ -এ হাদীসটি এনে বলেছেন যে, বুখারী ও মুসলিমের শর্তানুসারে হাদীসটি সহীহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।