আমীরুল মুমিনীন হজরত আলী (আ:) একটি রেওয়ায়েতে ইলম ও জ্ঞান আহরণের গুরুত্ব নির্দেশ করেছেন।
নিম্নোক্ত হাদিসটি “আল-দুরাতুল-বাহিরা” বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন হজরত আলী (আ:) বলেছেন:
مجلس العلم روضة الجنة
ইলম ও জ্ঞানের সমাবেশ জান্নাতের অন্যতম উদ্যান।
(আল-দুরাতুল-বাহিরা, হাদিস ৩৫)