সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Sunday, 22 December , 2024
কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ইমাম হুসাইন (আ:) এর স্বরনে মহরমের প্রথম দিন থেকে দশই মহরম পর্যন্ত মজলিসের আয়োজন করা হয়।

হুজ্জাতুল ইসলাম মাওলামা মজিদুল ইসলাম শাহ

কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ইমাম হুসাইন (আ:) এর স্বরনে মহরমের প্রথম দিন থেকে দশই মহরম পর্যন্ত মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে প্রথম পাঁচ দিন বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলামা মুনির আব্বাস নাজাফী সাহেব কিবলা (পেশ ইমাম মাসজিদে আসহাবিল কিসা) এবং পাঁচ মহররম থেকে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলামা মজিদুল ইসলাম শাহ সাহেব তিনি তার মজলিসে ‘নিজাত’ বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আলোচনা করেন এবং কারবালার শহীদদের মাসায়েব বয়ান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।