সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Sunday, 22 December , 2024
ভারতের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে মাওলানা মজিদুল ইসলাম শাহ সাক্ষাৎ করেন।

ভারতের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে মাওলানা মজিদুল ইসলাম শাহ সাক্ষাৎ করেন।

ইরানের কুম শহরে ভারতের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন ইরানের কুম শহরে ‘আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ এ অধ্যায়নরত মাওলানা মজিদুল ইসলাম শাহ।

সাক্ষাৎকালে মাওলানার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে ইরান সম্পর্কে প্রশ্ন করা হয় যে ইরান সম্পর্কে আপনার ধারণা কি? তিনি উত্তরে বলেন, ইরান সম্পর্কে আমার যা ধারণা ছিল সেটা ইরান আসার পর সম্পূর্ণ ভাবে বদলে গেছে এবং আমি দেশে ফিরে আমার সফর নামা লিখব ইনশাল্লাহ।

সিদ্দিকুল্লাহ চৌধুরী অঃন্তরধর্ম ঐক্য বিষয় নিয়ে বলেন, আমরা ভারতে সমস্ত ধর্ম এক সাথে জীবন যাপন করি এবং সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং আমাদের মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই কিন্তু কিছু মাওলাভীরা বলে থাকেন যে শিয়াদের হাতে খাওয়া যাবে না এমন কি কোন সম্পর্ক রাখা যাবে না, কিন্তু কেন একথার জবাব আমি পাইনি!!!

তিনি আরও বলেন, আমরা ভিন্ন ধর্মের মানুষের হাতের তৈরি খাবার খাচ্ছি তাতে কোনো সমস্যা নেই কিন্তু অন্য দিকে মুসলমান অর্ন্তভুক্ত আর এক সম্প্রদায়ের হাতে খাওয়া যাবে না কারণ তারা শিয়া!!! এটা আমি বুঝতে পারছি না।

শেষে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাই মানব জাতি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই তবে মাজহাবী মত পার্থক্য থাকতেই পারে। তার মানে এই নয় যে কোনো সম্প্রদায়ের মানুষকে আমরা বলব এরা কাফির এদের সাথে খাওয়া যাবে না বা সম্পর্ক রাখা যাবে না এটা বলা ভুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।