সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Sunday, 22 December , 2024
আল্লাহ রাব্বুল আলামীন হাদীসে কুদসীতে রাত জাগরণ ও গোপনীয়তার গুরুত্ব বর্ণনা করেছেন।

আল্লাহ রাব্বুল আলামীন হাদীসে কুদসীতে রাত জাগরণ ও গোপনীয়তার গুরুত্ব বর্ণনা করেছেন।

নিম্নোক্ত রেওয়ায়েতটি “সাফিনাতুল-বিহার” বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

হাদিস কুদসি:

يابْنَ عِمْرانَ، كَذِبَ مَنْ زَعَمَ أنَّهُ يُحِبُّنى فَإذا جَنَّهُ اللَّيْلُ نامَ

মহান আল্লাহ হজরত মুসা (আ:)-কে বলেন: ইয়া ইবনে ইমরান! মিথ্যা কথা বলে সে যে বলে আমাকে ভালোবাসে কিন্তু রাত নামলে সারা রাত ঘুমায়।

(সাফিনাতুল-বিহার ৮: ৩৬৯)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।