সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Sunday, 22 December , 2024
হলদিয়ায় নতুন মসজিদের দ্বার উদ্বঘাটন হলো

হলদিয়ার ভবানীপুরের কুমারপুর গ্রামে একটি নতুন মসজিদ উদ্বোধন করা হলো ৷

গত ২২-শে মে, এই শুভ অনূষ্টানে উপস্থিত ছিলেন এই বাংলার বিভিন্ন জেলার জ্ঞানী গুণী ব্যক্তি,

কলকাতা মেটিয়াব্রুজ থেকে উপস্থিত ছিলেন সমাজকর্মী জনাব মওলানা মির্জা আসকারী সাহেব ৷ উপস্থিত ছিলেন হুগলী হাউজে ইলমিয়ার প্রিন্সিপাল সৈয়দ মহসিন আবদী সাহেব ৷

“কুমারপুর পাঁচতারা ওয়েল ফেয়ার সোসাইটি” উদ্যোগে এই মহতি অনুষ্টানটির মূখ্য দায়িত্বে ছিলেন উক্ত মসজিদের পেশ ইমাম জনাব মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব ও সক্রিয় কৃর্মীবৃন্দ ৷

সমগ্র অনুষ্টানটি’র পরিচালনায় ছিলেন সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ,

নব নির্মিত মসজিদটির নাম দেওয়া হয়েছে “আসহাবিল কিসা” অর্থাৎ চাদরের মধ্যে সম্মানিত ব্যক্তিত্বগণ ৷

এছাড়া অনুষ্টানের এক পর্যায়ে উপস্থিত জ্ঞানীগুনীদের হাতে সংবর্ধনাও তুলে দেন সোসাইটির কর্মীগণ ৷

মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর এবাদত করার ঘরের উদ্বোধনকে স্মরণীয় করার সঙ্গে সঙ্গে মানবসেবার পরিকল্পনা নেওয়া হয় ৷

বিভিন্ন জেলা থেকে আমন্ত্রতিত অতিথিসহ এলাকার বিভিন্ন গ্রামবাসী সমগ্ররূপে উপস্থিত ছিলেন তিনশোধিক মানুষ ৷

উচ্ছাসিত উপস্থিত মানুষের দ্বারা নতুন মসজিদটি আলোকিত হয়ে উঠে ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।