সোমবার, 23 ডিসেম্বর , 2024 برابر با Monday, 23 December , 2024

কোলকাতা ৪৫-তম আন্তর্জাতিক বইমেলার মাধ্যমে ‘রেনেসা পাবলিশার’-এর প্রকাশিত আহলে বাইতের ফজিলতের বইগুলি রুচীশীল মানুষের মননশীলতায় পৌঁছে গেলো ৷
এর সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন মানুষের মুখে মুখে ইরানী স্টলের ব্যাপক সাড়া পড়ছে ৷
এই সাড়া পড়েছে মিডিয়ার প্রকাশিত খবরের মাধ্যমে ৷ দা স্টেটম্যান্ট, পূবের কলম, দা ওয়াল, ওঙ্কার টিভি, তেহরান বাংল রেড়িও, যুগসঙ্খ পত্রিকাসহ বিভিন্ন ইউটিউববারের মাধ্যমে পৌঁছে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন চিন্তার লোকের কাছে ৷ এজন্য নানান ধরনের মানুষ ইরানী স্টলে আসছেন ৷

যুগসঙ্খ পেপার পড়ে নদীয়া থেকে আসেন ৭০ বছরের এক ভদ্র লোক ৷ যিনি ফার্সি ভাষার অনুবাদকৃত ‘রামায়ণ’ বই কিনে নিয়ে যান নিজের লাইব্রেরীতে স্থান দেবার জন্য ৷

এদিকে বিভিন্ন শ্রেণীর মানু রেনেসা পাবলিশারের প্রকাশিত ইসলামী বইগুলো কিনছেন।

ইরানী স্টলের নম্বর F5, বাংলাদেশের প্যাভিলিয়নের সামনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।