মেদিনী পুর জেলার অন্তর্গত কুমার পুর গ্রামে আজ সন্ধ্যায় আসহাবিল কিসা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
মেদিনী পুর জেলার অন্তর্গত হলদিয়ার কুমার পুর গ্রামে আজ সন্ধ্যায় আসহাবিল কিসা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
কুমার পুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইমাম আল-মাহদী ট্রাস্টের পক্ষ থেকে “আসহাবিল-কিসা মসজিদ” এর কাজ সম্পূর্ন হওয়ার পর আজ রবিবার সন্ধ্যায় হুজ্জাতুল ইসলাম মাওলানা মির্জা আসকারী হোসায়েন সাহেবের উপস্থিতিতে উক্ত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কুমার পুরের ইমাম সাহেব হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী ও মোমেনীনসহ উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ মোহসিন রেজা আবদী সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা ইলিয়াস সাহেব কিবলা, হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকী সাহেব কিবলা, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।